মুম্বাই, ২৮ মে- আইপিএলের ১১তম আসরের শিরোপা উঠেছে চেন্নাই সুপার কিংসের হাতে। দুবছরের নিষেধাঞ্জা কাটিয়ে ফিরেই চ্যাম্পিয়ন হয়েছে ধোনীর দল। ফাইনালে হেরেছে হায়দরাবাদ। এ ম্যাচের মধ্যে দিয়ে ১১তম আসরের পর্দা নেমেছে। আর আইপিএল বেছে নিয়েছে ১১তম আসরের সেরা খেলোয়াড়দের। রিশভ পান্ট: এমার্জিং প্লেয়ার অব দা টুর্নাামেন্ট বা এবারের আসরের উদীয়মান তারকার পুরষ্কার জিতেছেন তিনি। ১৪ ম্যাচে তিনি করেছেন ৬৮৪ রান। এছাড়া ভারতের এই ২১ বলরের তরুণ মাত্র ৩২ বলে সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন। সুনীল নারাইন: সুপার স্টাইকার অব দ্যা সিজন। চলতি মৌসুমের সুপার স্টাইকার খেলোয়াড় তিনি। কমপক্ষে ৭ ম্যাচ খেলেছে এবং ৪২ বলের মুখোমুখি হয়েছে এমন প্লেয়ারদের বাছাই করা হয়েছে এক্ষেত্রে। নারাইন ১৫ ম্যাচে ৩৩১ রান করেছেন। তার স্টাইক রেট ১৮৯.১৪। এছাড়া ৩৪টি চারের পাশাপাশি ২২টি ছয় হাঁকিয়েছেন তিনি। নিয়েছেন ১৬ উইকেট। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: মুম্বাই ইন্ডিয়ান্স। ক্যাচ অব দ্যা টুর্নামেন্ট: ট্রেন্ট বোল্ট (বিরাট কোহলির ক্যাচ ধরার জন্য) স্টাইলিস প্লেয়ার অব দ্যা সিজন: রিশভ পান্ট। ইনোভেশন থিংকিং: সেরা উদ্ভাবনী চিন্তার খেলোয়াড় হয়েছেন ধোনী। পার্পল ক্যাপ: আন্ড্রু টাই। অরেঞ্জ ক্যাপ: কেন উইলিয়ামসন। মোস্ট ভেলুয়্যাবল প্লেয়ার: সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন সুনীল নারাইন। সূত্র: সমকাল এমএ/ ১২:০০/ ২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JePN1y
May 28, 2018 at 06:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top