নয়াদিল্লি, ২৭ মেঃ ভারতের সাংবাদিকতার কালো দিকটি ‘কোবরাপোস্ট’ নামে একটি ওয়েব পোর্টালের স্টিং অপারেশনে ফুটে উঠেছে। ওই ওয়েব পোর্টালের তরফে স্টিং অপারেশনে যে ভিডিয়োগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে তাতে দেখানো হয়েছে দেশের ২৭টি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যাম আগামী লোকসভা ভোটের আগে মোটা টাকার বিনিময়ে হিন্দুত্বের প্রচারে রাজি। হিন্দুত্বের প্রচারের পাশাপাশি কংগ্রেস, সপা, বসপার, মতো বিরোধী দলগুলির নেতানেত্রীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানোরও ব্যাপারে সম্মত হয়েছে এই সংবাদমাধ্যমগুলি। তবে পশ্চিমবঙ্গের ও ত্রিপুরার দুটি বাংলা দৈনিক এই প্রচারের কাজে লিপ্ত হয়নি।
‘অপারেশন ১৩৬’ নামে ওই স্টিং অপারেশনটি চালান পুষ্প শর্মা নামে এক রিপোর্টার। সংবাদ মাধ্যমগুলি অবশ্য ওই স্টিং অপারেশনের যাবতীয় বক্তব্যকে মিথ্যা এবং জাল বলে দাবি করেছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IRGvVx
May 27, 2018 at 10:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন