নয়াদিল্লি, ২৭ মেঃ বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে স্বাস্থ্য পরিষেবায় ভারতের স্থান ১৪৫ নম্বরে। হেলথ কেয়ার অ্যাকসেস এবং কোয়ালিটির নিরিখে গ্লোবাল বার্ডেন ডিজিজের করা একটি স্টাডি, দ্য ল্যানসেট ওয়েডনেসডে-শীর্ষক মেডিকেল জার্নালে প্রকাশিত হওয়ার পরই বিষয়টি নজরে আসে। এই নিরিখে ভারতের স্কোর ৪১.২। ১৯৯০ সালে যা ছিল ২৪.৭। সমীক্ষায় শূন্য থেকে ১০০-র মধ্যে র্যাঙ্কিং করা হয়েছে।
স্বাস্থ্য পরিসেবায় ভারতের স্থান রীতিমতো উদ্বেগজনক। ভারতের আগে রয়েছে বাংলাদেশ ও ভুটান।
ভারতের রাজ্য ভিত্তিক পরিসংখ্যানে স্বাস্থ্য পরিসেবায় সবচেয়ে পিছিয়ে উত্তরপ্রদেশ ও অসম। এদের স্কোর ৩৫.৯-এর নীচে। যেখানে স্বাস্থ্য পরিসেবায় কেরালা রয়েছে এক নম্বরে। কেরালার স্কোর রয়েছে ৬৩.২ থেকে ৬৮.৯-এর মধ্যে। অন্যান্য রাজ্য যেমন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, অরুণাচলপ্রদেশ, মেঘালয় ও মণিপুরের স্কোর রয়েছে ৩৫.৯ থেকে ৪৪.৮-এর মধ্যে।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট ডঃ কেকে আগরওয়াল বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলের চিকিৎসার বৈষম্যের নিরিখে গোটা বিশ্বের সেরা চিকিৎসা পরিসেবার সঙ্গে তুলনা করা উচিত নয়। তিনি আরও বলেন, ভারতে দুটো ভাগ রয়েছে। একটি হল ঝা চকচকে প্রাইভেট স্বাস্থ্য পরিসেবা। যেখানে টাকা খরচ করলেই সমস্ত রকম পরিসেবা পাওয়া সম্ভব। আরেকটি দিক হল, গরীবের থেকেও গরীব। যেখানে কোনো পরিসেবা তো দূরের কথা, ডাক্তারও ঠিকমত পৌঁছাতে পারে না। তাই একটা স্টাডি ভারতকে সারা বিশ্বের স্বাস্থ্য পরিসেবার সঙ্গে কখনই তুলনা করতে পারে না। যদি শুধুমাত্র কেরালা বা তামিলনাড়ুর মত রাজ্য ও সেরা পরিসেবা তুলনা করা হয়, তবে ভারত বিশ্বের প্রথম সারিতে জায়গা পেত বলে জানান তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sjiFen
May 27, 2018 at 11:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন