এভারেস্ট অভিযানে মৃতের সংখ্যা বেড়ে ৬

কাঠমাণ্ডু, ২৩ মেঃ মাউন্ট এভারেস্টে অভিযানে গিয়ে মৃত্যু হল দুই শেরপার। নিহত শেরপারা হলেন দামাই সারকি শেরপা ও পাসাং নরবু শেরপা। সবমিলিয়ে এই মরশুমে এভারেস্ট অভিযানে গিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, দুই শেরপাই শিখরের বিপরীতে নেপাল-তিব্বত সীমান্তের মধ্যবর্তী এলাকায় কাজ করছিলেন। সোমবার এক বিদেশি পর্বতারোহীকে উদ্ধার করতে যান অভিজ্ঞ শেরপা দামাই সারকি শেরপা। সেইসময় প্রায় ৬০ ফুট নিচে পড়ে যান তিনি। এক সরকারি আধিকারিক জানান, দামাই সারকি শেরপাকে খুব আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার রাতেই তাঁর মৃ্ত্যু হয়। এদিকে, গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পাসাং নরবু শেরপার। তৃতীয় শেরপা লামা বাবু শেরপা চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই নিখোঁজ। তাঁর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ID7Y1f

May 23, 2018 at 12:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top