তুতিকোরিনে পুলিশের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে ১১

চেন্নাই, ২৩ মেঃ তামিলনাড়ুর তুতিকোরিনে বিক্ষোভে পুলিশের গুলি চালানোর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। আহত হয়েছেন অনেকে।

তুতিকোরিনের বেদান্তর স্টারলাইট কপার ইউনিট থেকে দূষণ ছড়াচ্ছে। এই অভিযোগে কপার ইউনিট অবিলম্বে বন্ধ করার দাবিতে প্রায় একমাস ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা। মঙ্গলবার বিক্ষোভ বিশাল আকার ধারণ করে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। এরপর বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নিলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।   



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GGQCuk

May 23, 2018 at 11:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top