ক্লাব ক্রিকেটে খেলার ছাড়পত্র স্মিথ-ওয়ার্নারকে

সিডনি, ১০ মেঃ বল-গেট কেলেঙ্কারিতে এক বছরের নির্বাসন। এই সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজে পা রাখতে পারবেন না। তবে কড়া শাস্তির মাঝেও স্বস্তির খবর স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের জন্য। খুব শীঘ্রই ক্লাব ক্রিকেট খেলার ছাড়পত্র পেতে চলেছেন অস্ট্রেলিয়ার নির্বাসিত দুই তারকা। স্মিথ-ওয়ার্নারদের আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিউ সাউথ ওয়েলস ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এমনই সম্ভাবনার কথা শোনান হয়েছে। সংস্থার তরফে জানান হয়েছে, স্মিথরা যদি ক্লাব ক্রিকেটে খেলতে চান, তাঁরা বাধা দেবেন না। নির্বাসিত দুই তারকা চাইলে আঞ্চলিক গ্রেড ক্রিকেট খেলতে পারবেন চলতি মরশুমেই। খবর আগামী সোমবার পশ্চিম অস্ট্রেলিয়ার ক্লাবকর্তা আলোচনায় বসবেন, স্মিথদের মতো ব্যানক্রফটকেও ক্লাব ক্রিকেটের ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিয়ে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IdzXjO

May 10, 2018 at 10:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top