আগরতলা, ১০ মেঃ আগরতলা রেল স্টেশন থেকে বৃহস্পতিবার জঙ্গি-যোগ সন্দেহে ২৪ জন বাংলাদেশি যুবককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ।
জানা গিয়েছে, সকলের কাছ থেকেই উদ্ধার হয়েছে জাল আধার কার্ড। ধৃত ২৪ জনই দিল্লি থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ধরে ত্রিপুরায় পৌঁছায়। আগামীকাল তাদের জেরা করতে ত্রিপুরা পৌঁছাচ্ছে এনআইএ-র বিশেষ দল।
মোবাইল টাস্ক ফোর্স(এমটিএফ) পুলিশ সুপার অভিজিৎ চৌধুরি জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে স্টেশন থেকে ওই ২৪ যুবককে গ্রেফতার করেন তাঁরা। অভিজিৎ চৌধুরি আরও জানান, ধৃতদের কাছ থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু থেকে জারি হওয়া জাল আধার-কার্ড উদ্ধার করে পুলিশ। কয়েকজনের নামে দেশের বিভিন্ন মাদ্রাসার ভুয়ো পরিচয়পত্রও ছিল। ধৃতদের কাছে কোনো বৈধ পাসপোর্ট ছিল না। তিনজনের কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকলেও, তার মেয়াদ অনেকদিন আগেই ফুরিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KTTEPB
May 10, 2018 at 10:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন