কটক, ১০ মেঃ রসগোল্লা নিয়ে এবার নিজেদের আলাদা পরিচিতি আদায় করতে চাইছে ওডিশা। তবে এব্যাপারে রাজ্য সরকারের গা ছাড়া মনোভাব নিয়ে বিরক্ত রাজ্যের রসগোল্লা ব্যবসায়ীরা। রসগোল্লার জিওগ্রাফিক্যল ইন্ডিকেশন(জিআই) তকমা পাওয়ার ব্যপারে রাজ্য সরকারের ঢিলেঢালা মনোভাবের বিরোধীতা করে ওডিশা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে খুরদার পুনিয়া উৎকল ফাইন্ডেশন। সেই মামলাটি গ্রহণ করে, ওডিশা সরকার এবং শ্রী জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসকের কাছে নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট। আট সপ্তাহের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মামলাকারী সুশান্ত সাহুর দাবি, রসগোল্লার উৎপত্তস্থল ওডিশায়। নোটিশ পাঠানো হয়েছে চেন্নাইয়ের ইনটেলেকচুয়াল প্রপার্টি অফিসের অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার(ট্রেডমার্ক) এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদকেও। ওডিশার সঙ্গে লাইনি লড়াইয়ের শেষে গতবছর বাংলার রসগোল্লা জিআই তকমা পায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G6k7ph
May 10, 2018 at 10:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন