ঢাকা, ২৯ মে- পায়ের ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমান। দলের অন্য সদস্যরা যখন দেরাদুনে অবস্থান করছে, মুস্তাফিজ তখন পায়ের ব্যথায় কাতর। তবে নির্বাচকদের দাবি মুস্তাফিজ তার চোটের কথা বোর্ডের কাছে লুকিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সদ্য আইপিএল খেলে দেশে এসেছেন। দেশে এসে জাতীয় দলের সাথে একদিন অনুশীলনও করেন। পরের দিন খেলেন ২০ ওভারে একটি প্রস্তুতি ম্যাচও। এরপরই বাধে ঝামেলা। পায়ের ব্যথা সহ্য করতে না পেরে নির্বাচকদের বলেই ফেলেন চিকিৎসা আর বিশ্রাম দেয়ার কথা। শেষ মুহূর্তে মুস্তাফিজের সরে দাঁড়ানোতে বাংলাদেশ অস্বস্তিতে পড়লেও নিশ্চয় স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন আফগানিস্তান। আজ সকালে দেরাদুনের উদ্দেশ্যে দেশ ছেড়েছে মাত্র ১২ জনের একটি দল। সাকিব তার ব্যক্তিগত কাজে ছুটি নিয়েছেন দুই দিন। তামিম খেলতে গেছেন ইংল্যান্ডে বিশ্ব একাদশের হয়ে চ্যারিটি ম্যাচ। তবে মুস্তাফিজের বদলি হিসেবে দেরাদুন কে যাচ্ছেন তার নাম এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিবির গোপন সূত্রে জানা গেছে, মুস্তাফিজের বদলি হিসেবে পেসার আবুল হাসান রাজুকেই পাঠানো হবে দেরাদুনে। তবে এই তালিকায় আছে আরও কজন। আছে স্পিনারের নামও। সূত্র: আরটিভি অনলাইন এমএ/ ১১:৫৫/ ২৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IVGnsr
May 30, 2018 at 06:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top