মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ০৫ জন মাদক সেবনকারীকে ৩০ দিনের কারাদন্ড দিয়েছে র‌্যাব -৯ এর ভ্রাম্যমাণ আদালত।

০৭ মে ২০১৮ তারিখ ১২:০০ ঘটিকা হতে ১৪:০০ ঘটিকা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মাদকদ্রব্য রোধকল্পে মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

উক্ত ভ্রাম্যমান আদালতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ০৫ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করে র‌্যাব-৯। দন্ডিত ব্যক্তিদের নাম ও ঠিকানা যথাক্রমেঃ- ১। বিমল দেব (৩৫), পিতা-মৃত ধিরেন্দ্র দেব, গ্রাম- সবুজবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ২। সুমন দাস (৩০), পিতা-মৃত সুকুমার দাস, গ্রাম-হালানিয়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৩। বিজয় দোঘাদ (২৮), পিতা-মৃত হটি দোকাদ, গ্রাম-হালালিয়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৪। রতন নন্দী (৪২), পিতা-লাখাল বন্দী, গ্রাম-সবুজবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৫।সুমিত গুপ্ত (৪৩), পিতা-মৃত সতেন্দ্র গুপ্ত, গ্রাম-সবুজবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। অবৈধ মাদক সেবন ও নিজ হেফাজতে রাখার অপরাধে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীদের মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2KJJ3GI

May 08, 2018 at 12:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top