শাহপরাণ (রহঃ) থানা পুলিশ কর্তৃক ডাকাত মানিক ওরফে মোঃ ইউনুছ হাওলাদার ওরফে কালু ওরফে বস কালু (২৮) গ্রেফতার

সুরমা টাইমস্‌ ডেস্ক ঃঃ গত ০৯/০৪/২০১৮ খ্রিঃ তারিখ ভোর রাতে খাদিমপাড়া শাহপরাণ উপশহর আবাসিক এলাকার মোঃ আব্দুল মজিদ এর বাসায় ডাকাতির ঘটনার পর ডাকাত আরিফুল ইসলাম সজীব ওরফে মিরাজ (২৬) উত্তেজিত জনতা কর্তৃক আটক হলে গনপিটুনির স্বীকার হয়।

পরবর্তীতে মোঃ আব্দুল মজিদ (৪১) পিতা- হাজী আমির আলী, সাং- বাসা নং- ০৪, রোড নং- ০৫, শাহপরাণ উপশহর আ/এ, খাদিমপাড়া, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট বাদী হয়ে এজাহার দায়ের করলে শাহপরাণ(রহ:) থানার মামলা নং- ০৪, তাং- ০৯/০৪/২০১৮ খ্রিঃ ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু করা হয়। ইতিপূর্বে উক্ত ডাকাত সহ তার সহযোগিরা গত ১৮/০৩/২০১৮ খ্রিঃ তারিখ আরামবাগ ২নং রোডস্থ কাজী আব্দুল মুকিত এর বাসায় ডাকাতির ঘটনা ঘটিয়েছিল। যার প্রেক্ষিতে শাহপরাণ(রহ:) থানার মামলা নং-১৩, তাং-১৮/০৩/২০১৮ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

গত ১১/০৪/২০১৮ খ্রিঃ তারিখ ডাকাত আরিফুল ইসলাম সজীব ওরফে মিরাজকে বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করলে সে বর্ণিত দুইটি ডাকাতির ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করে তার সহযোগী অন্যান্য আসামীদের নাম মানিক ওরফে মোঃ ইউনুছ হাওলাদার ওরফে কালু ওরফে বস কালু, মোঃ সুমন গাজী, আফজাল গাজী, আল-আমিন ওরফে মুকুল, আরিফ, আবু কালাম ও সেলিনাদের নাম প্রকাশ করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করে। যার প্রেক্ষিতে জনাব জ্যোর্তিময় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ বিভাগ, এসএমপি, সিলেট তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী মানিক ওরফে মোঃ ইউনুছ হাওলাদার ওরফে কালু ওরফে বস কালু এর অবস্থান নিশ্চিত করে এবং এসআই/শাখাওয়াত হোসেন, এসআই/আঃ সালাম, এএসআই/মুকুল হোসেন ফোর্স সহকারে গত ০৫/০৫/২০১৮ খ্রিঃ তারিখ ভোর ০৫:০০ ঘটিকার সময় নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা এলাকারস্থ ভাড়াটিয়া বাসা হতে মানিক ওরফে মোঃ ইউনুছ হাওলাদার ওরফে কালু ওরফে বস কালুকে গ্রেফতার করে।

বর্ণিত আসামীর বিরুদ্ধে ১। খুলনা সদর থানার মামলা নং- ২৭, তাং- ২১/০৪/১৬ খ্রিঃ, ধারা- ৩৯৪ দঃ বিঃ, জিআর- ১২৭/১৬, ২। খুলনা জেলার রূপসা থানার মামলা নং- ০৫, তাং- ১৭/১০/১৩ খ্রিঃ, ধারা- ৩৯২ দঃ বিঃ, জি,আর- ১৯৭/১৩, ৩। মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং- ৩৩, তাং- ২১/০২/১৭ খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ, ৪। মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং- ২১, তাং- ১২/০১/১৭ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ, ৫। মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং- ০২, তাং- ০৩/১২/১৬ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ দঃ বিঃ, ৬। সিলেট কোতয়ালী মডেল থানার মামলা নং- ২৯, তাং- ২১/০৪/১৬ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ দঃ বিঃ, ৭। ফেনী মডেল থানার মামলা নং- ৭০, তাং- ২২/০৯/১৫ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ দঃ বিঃ, ৮। দাগন ভূইয়া থানার মামলা নং- ০৯, তাং- ০৯/০৯/১৫ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ দঃ বিঃ, ৯। সোনাডাংগা থানার মামলা নং- ০৫, তাং- ০৮/০১/১৬ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ দঃ বিঃ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত আসামী মানিক ওরফে মোঃ ইউনুছ হাওলাদার ওরফে কালু ওরফে বস কালুকে ইং ০৬/০৫/২০১৮ তারিখ বিজ্ঞ আদালতে হাজির করলে সে বর্ণিত দুইটি মামলার ঘটনায় নিজে জড়িত থাকার বিষয়ে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করে। বিজ্ঞ আদালত আসামী মানিক ওরফে মোঃ ইউনুছ হাওলাদার ওরফে কালু ওরফে বস কালু এর জবানবন্দি লিপিবদ্ধ করে জেল হাজতে প্রেরণ করেন। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2FTttEB

May 08, 2018 at 12:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top