ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের স্মৃতির মণিকোঠায়। তাদের ৫-১ গোলে উড়িয়ে লা লিগায় নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে কাতালানরা। ১ গোল করে এ বিশাল জয়যজ্ঞে শামিল হয়ে নতুন মাইলফলক ছুঁয়েছেন লিওনেল মেসি। তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে ওই দিন জার্সিতে মায়েদের নাম লেখে মেসিদের খেলতে নামার বিষয়টি। হ্যাঁ, ভিয়ারিয়ালের বিপক্ষে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন বার্সা খেলোয়াড়রা। সবাই জার্সিতে মায়ের নাম লেখে খেলতে নামেন। এ নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার জোয়ার ওঠায় জেরার্ড পিকের মন্তব্য, মায়েদের ভালোবাসা জানানোর এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চাইনি। অবশ্য স্বেচ্ছায় নয়, ইউনেস্কোর ডাকে সাড়া দিয়েই এমন নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন কাতালান ফুটবলাররা। স্পেনসেরা লিগে বার্সার জয়রথ ছুটছেই। আর মাত্র ২ ম্যাচে জয়যাত্রা অব্যাহত থাকলে লা লিগা ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়বে দলটি। সেই গন্তব্যে পৌঁছতে সামনে সদ্য শিরোপাজয়ীদের বাধা লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদ। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৭:১৪/১২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KSCdi2
May 12, 2018 at 03:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন