রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের দুঃসংবাদ পেল ব্রাজিল। চোটের কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাবে না তাদের দলের অন্যতম সেরা তারকা দানি আলভেসকে। শুক্রবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে রাশিয়া বিশ্বকাপে খেলতে পারছেন না ৩৫ বছর বয়সী এই রাইট ব্যাক। খবর গোল ডট কমের। খবরে বলা হয়, গত বুধবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে লেজার্বিয়েরসের বিপক্ষে চোটে পড়েন পিএসজি তারকা দানি আলভেস। ধারণা করা হচ্ছিল চোট কাটিয়ে দলে ফিরবেন তিনি। তবে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের করা কিছু পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছে আলভেসের সার্জারি প্রয়োজন হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে তাকে ফিরে পাওয়া সম্ভব নয়। তাই এটা নিশ্চিত দানি আলভেসকে প্রস্তুতি ক্যাম্প, প্রীতি ম্যাচ ও বিশ্বকাপে পাওয়া যাবে না। আরও পড়ুন: মেসিদের জার্সিতে মা আগামী সোমবার ব্রাজিল কোচ তিতে রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা করবেন। যদিও ১৮ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু্র আগে নেইমারদের আগামী ৩ জুন ক্রোয়েশিয়া ও ১০ জুন তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ১২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IyLfCO
May 12, 2018 at 06:32PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন