২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। যদিও বেশ কাঠখড় পুড়িয়ে তারা এবারের বিশ্বকাপে মূল পর্বের টিকেট নিশ্চিত করে। বাছাই পর্বে দলের সেরা তারকা লিওনেল মেসির নৈপুণ্যে দল পায় রাশিয়ার টিকেট। মূলত পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তারকা খেলোয়াড় মেসির জন্যই এবারের রাশিয়া বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে আর্জেন্টিনার দিকে। আর্জেন্টিনা দলের কোচ জর্জ সাম্পাওলি রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। ইন্টার মিলানের তারকা খেলোয়াড় মাউরো ইকার্দি ও জুভেন্টাস তারকা পাওলো দিবালাকে নিয়ে গুঞ্জন চলছিল, সাম্পাওলির দুর্গে এবার হয়তো সুযোগ মিলবে না তাঁদের। দলের কোচের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তেমন ইঙ্গিতও দেওয়া হয়েছিল। যদিও এ দুই আর্জেন্টাইন ক্লাব পর্যায়ে ২০১৭-১৮ মৌসুমে বেশ ভালো সময় পার করেছেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারের বিশ্বকাপের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন তাঁরা। দলের সেরা তারকা মেসির নেতৃত্বে রাশিয়া বিশ্বকাপে মাঠ কাঁপাবে আর্জেন্টাইন সেরা তারকারা। আর্জেন্টিনার প্রাথমিক তালিকা গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, উইলি কাবালেরো ও ফ্রান্সো আরমানি। ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মার্কাদো, নিকোলাস ওটামেন্ডি, ফেদেরিকো ফাজিও, নিকোলাস তালিয়াফিগো, মার্কোস রোজো, মার্কোস আকুনা, রামিরো ফিউনেস মরি, ক্রিস্টিয়ান আনসালদি, এডুয়ার্দো সালভিও ও জার্মান পেজেল্লা। মিডফিল্ডার : জাভিয়ের মাশ্চেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, এভার বানেগা, লুকাস বিলিয়া, ম্যানুয়েল লানজিনি, জিও লো সেলসো, রিকার্দো সেঞ্চুরিওন, গুইদো পিজারো, লিয়েন্দ্রো পারেদেস, ম্যাক্সিমিলিয়ানো মেজা, এনজো পেরেজ, পাবলো পেরেজ ও রদ্রিগো বাতালিয়া। ফরোয়ার্ড : লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, পাওলো দিবালা, মাউরো ইকার্দি, ক্রিস্টিয়ান প্যাভন, লাউতারো মার্টিনেজ ও দিয়েগো পেরোত্তি। এমএ/ ০১:৩৩/ ১৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IFhy30
May 15, 2018 at 07:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন