নয়াদিল্লি, ১৫ মেঃ আচমকা কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। স্মৃতি ইরানিকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল রাজ্যবর্ধন সিংহ রাঠৌরকে। রাঠৌর ওই মন্ত্রকেরই প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অন্যদিকে, অরুণ জেটলি অসুস্থ থাকায়, রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রকের প্রতিমন্ত্রী থেকে সরিয়ে এসএস অহলুওয়ালিয়াকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। এর দায়িত্বে ছিলেন অ্যাল্ফন্স কন্ননথনম। আপাতত অ্যাল্ফন্স শুধু পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন স্মৃতি। এর সর্বশেষ সংযোজন, ভুয়ো খবর নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা। ওই নির্দেশিকায় বলা হয়েছিল, কোনও সাংবাদিক ভুয়ো খবর প্রকাশ করেন, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। তুমুল সমালোচিত হয় এই নির্দেশিকা। অনেকেই, একে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার প্রচেষ্টা বলেও উল্লেখ করেন। পরে অবশ্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওই নির্দেশিকা প্রত্যাহার করা হয়। এরপরই স্মৃতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IK59uJ
May 15, 2018 at 01:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন