মোবাইলের সিমের জন্য বাধ্যতামূলক নয় আধারঃ কেন্দ্র

নয়াদিল্লি, ২ মেঃ আধার গেরো থেকে মুক্ত হতে চলেছে সিমকার্ড। টেলিকম সংস্থাগুলিকে সরকারের তরফে জানানো হয়েছে, মোবাইলের সিমের জন্য আধার কার্ড জমা করা বাধ্যতামূলক নয়। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ডের মতো বিকল্প পরিচয়পত্রের নথি গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকরা যাতে অসুবিধেয় না পড়েন, সে জন্য অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলেছে সরকার।

টেলিকম সচিব অরুণা সুন্দররাজন জানিয়েছেন, সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়ে দিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত না-হওয়া পর্যন্ত সিম কার্ড পাওয়ার জন্য আধার বাধ্যতামূলক নয়। টেলিকম দপ্তরের আগের নির্দেশিকা অনুযায়ী সিমের সঙ্গে আধার সংযোগ আবশ্যিক মেনেই কাজ করছিল টেলিকম সংস্থাগুলি। তবে এর কোনো আইনি ভিত্তি নেই। শীর্ষ আদালতের চূড়ান্ত নির্দেশ না পাওয়া পর্যন্ত বদল আনা হল নিয়মে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HG6N0p

May 02, 2018 at 12:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top