আজ রাতে বন্ধ থাকবে আইআরসিটিসি

নয়াদিল্লি, ২ মেঃ বুধবার রাত ১০.৪৫ মিনিট থেকে বৃহস্পতিবার অর্থাৎ ৩ মে ভোর পাঁচটা পর্যন্ত আইআরসিটিসি সহ সমস্ত অনলাইন পরিসেবা থেকে টিকিট বুক করা যাবে না। বন্ধ থাকবে রেলের যাত্রী সংক্ষরণ সিস্টেম। এই কয়েক ঘন্টার মধ্যে কোনো টিকিট বুক করা যাবে না।

পিআরএস জানিয়েছে, রেল তাদের অনলাইন সিস্টেমে কিছু নয়া ফিচার এবং আপডেট যুক্ত করতে চলেছে। যার ফলে অনলাইন টিকেটিং সিস্টেম আরও উন্নত হবে।
এক্ষেত্রে রেলের মূল উদ্দেশ্য হল, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রী সুরক্ষা। সাইটের সঠিক রক্ষণাবেক্ষণ করা। সাইট আপগ্রেড করা।
এই কয়েক ঘন্টার মধ্যে টিকিট বুকিং বা বাতিল করা যাবে না। সমস্ত কম্পিউটারাইজড অনুসন্ধান পরিসেবা বন্ধ থাকবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2w0hVQg

May 02, 2018 at 11:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top