আগরতলা, ২ মেঃ ঝড়ে ক্ষতিগ্রস্ত ত্রিপুরার চানমারি এলাকা ঘুরে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক দিলীপ দাস, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক মিলিন্দ রামটেকে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করেন তাঁরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা, খাবার, জল ও চিকিৎসা পরিসেবা দিয়ে সাহায্য করা হবে।ইতিমধ্যেই ওইসব পরিবারগুলিকে ৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। পুরোপুরি যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাঁদের ৯৫,০০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রশাসনিক তৎপরতায় খুশি স্থানীয়রা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HGlAs2
May 02, 2018 at 11:54AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন