৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বয়কটের সিদ্ধান্ত প্রাপকদের

নয়াদিল্লি, ৩ মেঃ ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগেই উঠল বিতর্ক। সূত্রের খবর, ৬০ জনেরও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকরা অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুষ্ঠানে খুব কম সময় থাকবেন বলে ১১ জনের হাতে পুরস্কার প্রদান করবেন। এ কথা জানার পরই বাকি ১২৯ জন পুরস্কার প্রাপক হতাশ হয়ে পড়েন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৬০ জনেরও বেশি প্রতিবাদ হিসেবে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে চূড়ান্ত মহড়ার সময় পুরস্কারপ্রাপকরা বিষয়টি জানতে পারেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার প্রদান অনুষ্ঠান। পুরস্কারজয়ী এক চলচ্চিত্র পরিচালক এই বিষয়ে জানিয়েছেন, রাষ্ট্রপতির সিদ্ধান্ত তাঁদের জানানোর পর সমস্ত পুরস্কারপ্রাপকরা এর প্রতিবাদ করেন। তাঁদের ক্ষোভ প্রশমনে এগিয়ে আসেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HKgxH3

May 03, 2018 at 01:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top