বন্ধ হয়ে যাচ্ছে কেমব্রিজ অ্যানালিটিকা

লন্ডন, ৩ মেঃ বন্ধ হয়ে যাচ্ছে কেমব্রিজ অ্যানালিটিকা। একই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে এই সংস্থার জনক ব্রিটিশ কোম্পানি এসসিএল ইলেকশনস লিমিটেড। তথ্য ফাঁস কাণ্ডে প্রচণ্ড লোকসানের সম্মুখীন হওয়াতেই এই সংস্থা বন্ধের সিদ্ধান্ত। কেমব্রিজ অ্যানালিটিকা জানিয়েছে, তথ্য ফাঁসের অভিযোগ সামনে আসায় তাদের বিশাল আর্থিক ক্ষতি হয়েছে। পাশাপাশি আইনি কাজকর্মে খরচও আর সামাল দিতে পারছে না তারা। ফলে নিজেদের দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-র শুরু থেকে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে তারা। জানা গিয়েছে, প্রায় ৯ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে বিশ্বজুড়ে একাধিক নির্বাচনে জনমত প্রভাবিত করেছে তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kz0qd9

May 03, 2018 at 01:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top