নয়াদিল্লি, ১ মেঃ দু’মাসের শিশুকে মা ছেড়ে চলে গিয়েছেন। এর্বস পালসির মত দুরারোগ্য ব্যাধিতে ভুগছে শিশুটি। চিকিত্সকরা জানিয়েছেন, শিশুটিকে রোগের ওষুধ স্তন্যদুগ্ধের মাধ্যমে খাওয়াতে হবে। এই পরিস্থিতিতে ছোট্টো মেয়েকে স্তন্যদুগ্ধ দিতে মাকে রাজি করানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন অসহায় বাবা।
মেয়েটির বয়স এখন চার মাস। অভিযোগ, মেয়ের মা দু’মাস বয়সে তাকে ছেড়ে চলে যান। মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আদালতে লড়াই চলছে। তার বাবা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে স্ত্রীর সন্ধান চেয়ে হেবিয়াস কর্পাস দায়ের করেছেন।
অন্যদিকে, ওই মহিলা মেয়েকে ওষুধ খাওয়াতে তিন মাসের জন্য তার দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। হাইকোর্টে তিনি জানিয়েছেন, স্তনদুগ্ধের মাধ্যমে যেসব ওষুধ তাঁকে বাচ্চাকে খাওয়াতে হবে সেই ওষুধগুলিতে তাঁর অ্যালার্জি রয়েছে। তাই তা খাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
তাঁর বয়ান রেকর্ড করে মামলা ডিসমিস করে দিয়েছে আদালত। তাই এবার মেয়েটির বাবা ট্রায়াল কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, সন্তানকে পরিত্যাগ করার জন্য তাঁর স্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে দিল্লি পুলিশকে অ্যাকশন টেকন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HFVVzS
May 01, 2018 at 01:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন