প্রয়াত হলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান

হায়দরাবাদ, ১ মেঃ প্রয়াত হলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল ইদ্রিস হাসান লতিফ। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ৯৪ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় ২৫ এপ্রিল হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও।

১৯৭৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৮১ সালের আগস্ট পর্যন্ত ভারতীয় বায়ুসেনার প্রধান ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, মঙ্গলবারই হায়দরাবাদ পুরনো শহরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯২৩ সালের ৯ জুন হায়দরাবাদে জন্মগ্রহণ করেন ইদ্রিস হাসান লতিফ। নিজাম কলেজ থেকে পাশ করে, মাত্র ১৮ বছর বয়সে ১৯৪১ সালে রয়াল ইন্ডিয়ান এয়ার ফোর্সে যোগ দেন। প্রথম পোস্টিং ছিল অবিভক্ত ভারতে করাচিতে। অবসর নেওয়ার পর মহারাষ্ট্রে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছিল তাঁকে। ফ্রান্সে ভারতীয় রাষ্ট্রদূতল হিসেবে দায়িত্বপালনও করেছেন তিনি।
পরিবারের প্রতি গভীর সমবেদনা জাননিয়ে টুইটারে শোকপ্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2reejo6

May 01, 2018 at 01:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top