মহকুমাশাসককে জুতো ছোড়ায় গ্রেফতার ২ শিক্ষক, জামিন অযোগ্য ধারায় মামলা

রায়গঞ্জ, ২০ মেঃ অবশেষে বিডিও নিগ্রহ ঘটনায় গ্রেফতার করা হল দুই শিক্ষককে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই দুই শিক্ষকের নাম মনোজ দাস ও প্রদীপ সিনহা। মনোজবাবু হেমতাবাদ ব্লকের সমাসপুর হাই স্কুলের সহকারি শিক্ষক। প্রদীপ সিনহা ইটাহার ব্লকের বালিজোল হাই স্কুলের শিক্ষক। শনিবার গভীর রাতে ডিএসপি সদর প্রসাদ প্রধানের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে ওই দুই শিক্ষককে গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহকুমাশাসকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিক্ষোভকারীরা সিপিএম ঘনিষ্ঠ শিক্ষকসংগঠন এবিটিএর সদস্য বলে জানায় শাসকদল।

পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ‘অভিযোগপত্রে কিছু শিক্ষকের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় একদল শিক্ষককে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

১৪ মে পঞ্চায়েত নির্বাচনে ইটাহারের সোনারপুরের একটি বুথে ডিউটি করতে গিয়েছিলেন শিক্ষক তথা ভোটকর্মী রাজকুমার রায়। ভোটের পরের দিন রায়গঞ্জের সোনাডাঙি রেল লাইনের ধারে রহস্যজনকভাবে পড়ে থাকতে দেখা যায় তাঁর ছিন্নভিন্ন দেহ। প্রশাসন জানায়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজকুমার রায়ের। প্রশাসনের এই সাফাই মানতে নারাজ তাঁর সহযোগী ভোটকর্মীরা। ক্ষোভে ফেটে পড়েন তারা। ঘড়িমোড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরিস্থিতি সামলাতে বিক্ষুব্ধ ভোটকর্মীদের সঙ্গে দেখা করতে যান মহকুমাশাসক। সেই সময়ে তাঁরে উত্তেজিত ভোটকর্মীদের হাতে নিগৃহীত হন তিনি।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rTKZDK

May 20, 2018 at 12:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top