সানরাইজার্সকে হারিয়ে প্লে অফে নাইটরা

হায়দরাবাদ, ২০ মে ঃ জিতলে সরাসরি প্লে অফ, হারলেও ওঠার যথেষ্ট সুযোগ থাকবে। এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়ে আইপিএলের প্লে অফের টিকিট  পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। শিখর ধাওয়ানদের পাঁচ উইকেটে হারালেন দীনেশ কার্তিকরা। শনিবারের প্রথম ম্যাচে রাজস্থানের কাছে বেঙ্গালুরু হেরে যাওয়ার পরই কলকাতার কাছে অনেক সহজ হয়ে গিয়েছিল খেলা। কারণ, হায়দরাবাদের কাছে হারলেও নেট রানরেটে প্লে অফে ওঠার সুযোগ ছিল কার্তিকদের। উপ্পলে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। শিখর ধাওয়ান ও শ্রীবত্স গোস্বামীর ওপেনিং পার্টনারশিপে ৭৯ রান। তারপরও ধাওয়ান ও উইলিয়ামসন মিলে বড়ো রানের দিকে নিয়ে যাচ্ছিলেন হায়দরাবাদকে। কিন্তু দলের ১২৭ রানের মাথায় উইলিয়ামসন আউট হতেই ম্যাচে ফিরে আসে নাইটরা। হায়দরাবাদের ৪৫ রানের মধ্যে ৭ উইকেট পড়ে যায়।হায়দরাবাদ করে ৯ উইকেটে ১৭২। নাইটদের হয়ে চার উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। জবাবে ব্যাট করতে নেমে ১০ বলে ২৯ করে ঝড় তোলেন সুনীল নারায়ণ। ক্রিস লিন ও রবীন উথাপ্পার দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয়ের দিকে এগোতে থাকে নাইটরা। লিন ও উথাপ্পার আউটের পর দলকে প্লে অফে তুলে দেন নাইট অধিনায়ক কার্তিক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2k89jOK

May 20, 2018 at 12:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top