কলকাতা, ২১ মে- হোটেলে ভাগাড়ের পচা মাংস সরবরাহ করার ঘটনার মধ্যে এবার বেশ কয়েকটি কুকুর আটক করা হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, কুকুরগুলোকে হোটেলে পাচার করা হচ্ছিল। জানা যায়, গভীর রাতে একটি গাড়িতে করে বেশ কয়েকটি কুকুরকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি প্রথমে স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসে। গাড়িতে কুকুরগুলোকে খাঁচায় বন্দি করে রাখা ছিল। এ সময় ওই যুবকদের সন্দেহ হলে কুকুরবোঝাই গাড়িটিকে থামান তারা। অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় গাড়িতে থাকা লোকজন। শনিবার গভীর রাতে রাজ্যের পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা থেকে কুকুরগুলোকে ধরে পাচার করা হচ্ছিল। তাদের আরও অভিযোগ, গাড়িটির মধ্যে একটি নামী খাবারের দোকানের স্টিকার লাগানো রয়েছে। কিছুদিন আগে হোটেলে ভাগাড়ের পচা মাংস সরবরাহ করার ঘটনার তদন্তে কলকাতাসহ জেলার বিভিন্ন প্রান্তে বেশ কিছু হোটেলের নামও উঠে এসেছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এরই মধ্যে থেকে খাঁচাবন্দি বেশ কয়েকটি কুকুর আটক করা হলো। ঘটনার সঠিক তদন্তের দাবিতে সরব হয়ছেন এলাকার বাসিন্দারা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এ ঘটনায়। তবে তদন্ত শুরু করেছে মেমারি থানা পুলিশ। সূত্র: এবেলা আর/০৭:১৪/২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rVjs5S
May 21, 2018 at 02:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top