রাশিয়া ফুটবল বিশ্বকাপ শুরু হবার কয়েকদিন বাকি। তার আগে বিশ্বের সেরা লিগ গুলোর মৌসুমও শেষ হয়ে আসছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ফুটবলের বড় বড় নামগুলো তাদের দীর্ঘদিনের আস্তানা ছাড়ছেন। আর্সেন ওয়েঙ্গার, জিয়ানলুইজি বুফন, ফার্নান্দো তোরেসের পর এবার পালা আন্দ্রে ইনিয়েস্তার৷ স্প্যানিশ এই মিডফিল্ডারের বিদায়ী ম্যাচে রোববার রাতে বার্সেলোনা ১-০ গোলে জিতেছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন ফিলিপে কুতিনহো। আর এ জয় দিয়ে লা লিগার শিরোপা উৎসব করলো ব্লাউগ্রানারা। একদিন আগে জুভেন্টাস শিবির বুফনকে যেমন করে বিদায় জানানো হয়েছে ঠিক তেনটাই ছিল ন্যু ক্যাম্পেও। স্পেনের ইতিহাসে ইনিয়েস্তাও পেলেন একই রকমের বিদায়ী মঞ্চ৷ আগেই লিগ চ্যাম্পিয়ন হওয়া জুভিদের চোখের পানি এনে বিদায় জানিয়েছিলেন বুফন৷ শেষবেলায় ইনিয়েস্তারও চোখের জল বাধ মানেনি৷ তার সঙ্গে কেঁদেছে গোটা ন্যু ক্যাম্প৷ লা লিগার খেতাব এরইমধ্যেই ঝুলিতে পোরা বার্সার প্রিয় তারকাকে বিদায় জানাতে গিয়ে চোখের জলে ভিজেছে৷ লিগের ফয়সলা হয়ে গেছে বহু আগেই৷ লা লিগার সমাপ্তি সূচক ম্যাচটা বার্সা এবং স্প্যানিশ লিগে ৩৪ বছর বয়সি ইনিয়েস্তার বিদায়ী ম্যাচ হিসাবেই স্মরণীয় হয়ে থাকবে চিরকাল৷ রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে কাতালানদের শেষবার নেতৃত্ব দিতে নামা ইনিয়েস্তা ৮২ মিনিটে যখন মাঠ ছাড়েন, স্তব্ধ হয়ে যায় ম্যাচের গতি৷ ৬৭ মিনিটে কুতিনহোকে বসিয়ে লিওনেল মেসিকে মাঠে নামান বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। আর ৮১ মিনিটে ইনিয়েস্তা মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর্মব্যান্ড পরিয়ে যান মেসির হাতে। সতীর্থরা ছাড়াও একে একে বিপক্ষ ফুটবলার এবং রেফারিও জড়িয়ে ধরে শেষ বারের মাতো ইনিয়েস্তার ন্যু ক্যাম্প ছাড়ার মুহূর্তটাকে আবেগঘন করে তোলেন৷ ডাগআউটে বসে ছলছল চোখে ম্যাচের বাকি সময়টা কাটিয়ে দেন তিনি৷ ম্যাচ শেষে বনার্ঢ্য আয়োজনের মাধ্যমে বিদায় জানানো হয় এই তারকাকে। কাতালান ক্লাবটির হয়ে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানেন স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা। দীর্ঘ যাত্রায় বিশ্বের অন্যতম সেরা দলটির হয়ে ৩২টি শিরোপা জিতেছেন। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের চারটি এবং লা লিগার নয়টি শিরোপাও রয়েছে ডন আন্দ্রে খ্যাত এই মিডফিল্ডারের। সূত্র: আরটিভি এমএ/ ১২:৩৩/ ২১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rWWCuI
May 21, 2018 at 06:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন