ঘটনাটি মাত্র ছয় মাস আগের। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন সুস্মিতা সেন। কিন্তু সেদিনের একটি ঘটনায় চমকে যান এই বলিউড তারকা ও মিস ইউনিভার্স ১৯৯৪। ভিড়ের মধ্যে নিজের শরীরে কারও হাতের ছোঁয়া অনুভব করেন। মুহূর্তেই নিজেকে সামলে নেন। এরপর তিনি যা করেছেন, তা উদাহরণ হয়ে থাকবে সবার জন্য। মুম্বাই শহরের নিরাপত্তা নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন সুস্মিতা সেন। এখানে এক অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী ও সাবেক এই বিশ্বসুন্দরী। তিনি বলেন, ছয় মাস আগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৫ বছরের একটা ছেলে আমার সঙ্গে আপত্তিকর আচরণ করে। আপনি হয়তো ভাববেন, আমাদের সঙ্গে বডিগার্ড থাকে, তাই আমাদের এ ধরনের সমস্যায় পড়তে হয় না। কিন্তু ১০ জন বডিগার্ড থাকলেও এ ধরনের সমস্যা হতেই পারে, হচ্ছে। সুস্মিতা আরও বলেন, আমি জানি না, এখানে আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কী করতেন। হয়তো কান্নাকাটি করতেন। কিন্তু আমি তা করিনি। যখনই বুঝতে পেরেছি, তখনই ছেলেটির হাত ধরে ফেলি। টেনে আনি তাকে। গোড়াতে সে বুঝতে পারেনি। তার কাছে গিয়ে জানতে চাই, কেন এই কাজ করেছ? প্রথমে সে স্বীকার করতে চায়নি। পরে চাপে পড়ে স্বীকার করে। তাকে বলেছিলাম, এখন যদি আমি চিৎকার করি, মুহূর্তে তুমি শেষ হয়ে যাবে। তোমার সামনে পুরো জীবন পড়ে আছে। এরপর ছেলেটির চেহারা দেখে বুঝতে পারি, সে অনুতপ্ত হয়েছে। সে আমার কাছে ক্ষমা চায়। বলল, আর কখনো এমন হবে না। সুস্মিতা সেন মনে করেন, শাস্তি নয়, আলোচনা করে এসব সমস্যার সমাধান করা সম্ভব। যিনি অপরাধ করেছেন, এভাবে আলোচনার মাধ্যমে তাকে সংশোধন করা যেতে পারে। ইতিবাচকভাবে বদলে যেতে পারে তার জীবন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস আর/১৭:১৪/২৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kla7jp
May 24, 2018 at 01:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top