কলকাতা, ২১ মে- রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণে সংবর্ধিত করা হল প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেকে। সোমবার নজরুল মঞ্চে তাঁর হাতে এই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আশা ভোঁসলে ছাড়াও এই সম্মান প্রদান করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গিরিজাদেবী, শ্যামল সেন, সমরেশ মজুমদার, সুনীতকুমার ভৌমিক, সুব্রত ভট্টাচার্য ও মহম্মদ হাবিবকে। একইসঙ্গে বঙ্গভূষণ সম্মান প্রদান করা হয় বিশিষ্ট আবৃত্তিকার পার্থ ঘোষ, সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোম চৌধুরী ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী শিল্পী ও গুণীজনদের এই অনন্য সম্মান প্রদানের পর বলেন, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে, আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে। সেই লক্ষ্যেই বিশ্বজয়ের অঙ্গীকার নিয়ে বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এদিন বাংলার সর্বোচ্চ সম্মান প্রদান করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আশা ভোঁসলের হাতে সম্মান প্রদান করতে পেরে আবেগাপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লতাজিকে আমরা আনতে পারিনি, কিন্তু আশাজিকে আনতে পেরেছি। তাঁর হাতে বঙ্গবিভূষণ সম্মান তুলে দিয়ে আমরা গর্বিত। লতাজি যদি চান যে কোনও সময়ে তাঁকে আমরা এই সম্মানে সম্মানিত করতে পারি। মান্না দে-কেও আমরা বেঙ্গালুরুতে গিয়ে সম্মাননা প্রদান করেছিলাম। আমরা এইসব গুণীজনদের সবটাই দিতে পারলে কৃতজ্ঞ হতাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আমদের বাংলা ও আমরা বাঙালিরা সব জায়গায় আছি। আমাদের ট্যালেন্ট বিশ্বসেরা। আমি মনে করি শুধু ভারতই না, আমাদের বাংলা বিশ্বসেরা হোক। বাংলা হোক কালচারাল ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড। সূত্র: ওয়ানইন্ডিয়া আর/১০:১৪/২১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GDQRXh
May 22, 2018 at 04:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন