ভুল ব্যাখ্যা হয়েছে, মুম্বই হামলা নিয়ে ভোলবদল শরিফের

ইসলামাবাদ, ১৪ মেঃ ভোল বদলালেন নওয়াজ শরিফ। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পিছনে পাকিস্তানে মদত ছিল বলে মন্তব্য করে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ডন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শরিফ বলেন, দেশের মাটিতে জঙ্গি সংগঠনগুলো সক্রিয়। আমরা কি সীমান্ত পেরিয়ে মুম্বইয়ে হামলার মতো ঘটনা ঘটতে দেব ? এখনও কেন ওই ঘটনার বিচার হল না ? শরিফের এই মন্তব্যের পরই পাকিস্তানজুড়ে শোরগোল ওঠে। সেনাবাহিনীও বিষয়টিতে উদবেগ জানায়। এরপরই শরিফের এক মুখপাত্র জানান, শরিফের বক্তব্য ভুল ব্যাখ্যা করছে ভারত। দুর্ভাগ্যক্রমে দেশের কিছু মিডিয়াও তাদের সঙ্গে হাত মিলিয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kn229d

May 14, 2018 at 11:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top