বৃষ্টি মাথায় ভোট শুরু উত্তরবঙ্গে, বিক্ষিপ্ত গোলমাল

উত্তরবঙ্গ ব্যুরো, ১৪ মেঃ কোথাও মুষলধারে, কোথাও হালকা বৃষ্টি মাথায় ভোট শুরু হল উত্তরবঙ্গে। শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকা তো বটেই, রাজগঞ্জ সহ জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। কোচবিহার শহর সংলগ্ন এলাকাতেও আকাশ কালো করে মেঘ জমেছে। আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি নেমেছে অনেক জায়গায়। এই আবহাওয়ার মধ্যে ছাতা মাথায় ভোটাররা লাইন দিচ্ছেন বুথে। ইতস্তত গোলমালের খবরও পাওয়া যাচ্ছে। কোচবিহারের ভাওয়াগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এক বিজেপি কর্মীকে চড় মারলে উত্তেজনা ছড়ায়। নাটাবাড়ি, অন্দরাম ফুলবাড়িতে সাতসকালেই ছাপ্পা ভোট পড়ার অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ারের রাঙালিবাজনা এলাকায় রাত থেকেই গোলমাল শুরু হয়েছে। শিশুবাড়িতে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী রাত থেকেই ঘরছাড়া। মাদারিহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পুড়িয়ে তৃণমূল প্রার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে নির্দল হয়ে গোঁজরা। দক্ষিণ খয়েরবাড়িতে বিরোধীরা ভোট দিতে পারবে না, রাতেই ফতোয়া দিয়েছে তৃণমূল।

ছবিঃ বৃষ্টির মধ্যেই ভোটারদের লাইন পড়েছে গয়েরকাটায়। -জিষ্ণু চক্রবর্তী

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IGRDbe

May 14, 2018 at 10:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top