ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার শনিবার (১২ মে) ডাক্তারি পরীক্ষার আগেই ইনজুরিমুক্ত হওয়া নিয়ে নিজেই শঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু ডাক্তারি পরীক্ষার পর সুখবরই শুনেছেন পিএসজি তারকা ফুটবলার। তবে নেইমার এতদিন ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যদিয়ে গেছেন। শেষমেশ এর অবসান ঘটিয়ে রবিবার (১৩ মে) থেকে উইথবল অনুশীলনে নামবেন নেইমার। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তাদের নিজস্ব ওয়েবসাইটে এ বিবৃতি দিয়েছে। আরও পড়ুন: রোনালদোর বাড়িতে নিষিদ্ধ মেসি! চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়েন নেইমার। তার ডান পায়ের ফিফথ মেটাটারসালে অস্ত্রোপচার করিয়ে তিনি নিজেকে পুনর্বাসিত করেন। ব্রাজিলের বিশ্বকাপের জন্য এখন তাকে ফিটনেস প্রমাণ করতে হবে। রবিবার (১৩ মে) থেকে বল নিয়ে অনুশীলন করতে পারবেন- নেইমার ভক্তদের জন্য এটা সুখবর। এদিকে, একদিন আগে ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেস বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার হতাশার খবর শুনেছিলেন ব্রাজিলের সমর্থকরা। তবে নেইমারের দ্রুত সুস্থতার খবরটি তাদেরকে আনন্দ জোগাবে নিশ্চয়ই। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ১৩ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KhfXNO
May 13, 2018 at 04:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন