দিল্লি, ১৩ মে- শনিবার (১২ মে) দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অভিষেক হয় স্পিনার সন্দীপ লামিচানের। এই প্রথম কোন নেপালি খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলার সুযোগ পেয়ে ইতিহাস গড়লেন তিনি। বেঙ্গালুরের বিপেক্ষে ম্যাচটিতে ব্যাটিং করার সুযোগ না পেলেও বোলিং ঘূর্ণিতে ঠিকই উইকেট তুলে নিয়েছেন লামিচান। চার ওভার বোলিং করে ২৫ রান খরচায় তুলেছেন একটি উইকেট। আইপিএলে অভিষিক্ত ম্যাচে তার প্রথম উইকেট আসে ইনিংসের দ্বিতীয় ওভারে। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে পার্থিব প্যাটেলকে বিভ্রান্ত করে এলবিডব্লিউয়ের ফাঁদে পেলেন লামিচান। আরও পড়ুন:৪৫৯ রানের ম্যাচে কলকাতার জয় প্রসঙ্গত, এখন পর্যন্ত ২১টি লিস্ট ম্যাচ খেলা লামিচানকে আইপিএলের নিলামে ২০ লাখ রূপিতে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। লিস্ট ক্রিকেট ক্যারিয়ারে বল হাতে উইকেট নিয়েছেন ৪২টি। ক্যারিয়ারে একবার নিয়েছেন ৫ উইকেট। আর দুইবার নিয়েছেন ৪টি করে উইকেট। গড় ১৭.৯০। আর ইকোনোমি ৪.০৪। এমএ/ ১০:৪৪/ ১৩ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rCa8Uk
May 13, 2018 at 04:56PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন