অনেকের মতেই শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লড়াই হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মোহাম্মদ সালাহর। এই মৌসুমের ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলস্কোরার সালাহ। লিভারপুলের হয়ে মোট ৩২টি গোল করেছেন। দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার পিছনেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ডের। সেই সালাহকে মেসির সঙ্গে তুলনা করলেন রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলীয় সুপারস্টার রোনালদো। দুই বারের ব্যালন ডিঅর এবং বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো মজেছেন মিশরীয় তারকার পায়ের জাদুতে। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে সাবেক ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে নিজের আদর্শ বলে উল্লেখ করেছিলেন সালাহ। সেই ইন্টারভিউয়ের প্রসঙ্গ তুলে রোনালদো এবার বললেন, সালাহ! আমি ওকে ভালোবাসি। অদ্ভুত প্রতিভাবান একজন ফুটবলার সে। অনেকটা মেসির মতো খেলে। সম্প্রতি একটা ইন্টারভিউতে ওকে বলতে শুনলাম, আমি ওর ইন্সপিরেশন! আমি খুবই এক্সাইটেড! রবিবার রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবেন সালাহ। ভক্তের প্রশংসা করলেও ফাইনালের জন্য নিজের ক্লাবকেই এগিয়ে রাখলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণীও করলেন রোনালদো। তার মতে, ফাইনালে ৩-২ গোলে লিভারপুলকে হারাবে মাদ্রিদ! প্রসঙ্গত রবিবার টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জিনেদিন জিদানের দল। চলতি মৌসুমের শুরুতে নড়বড়ে লাগলেও পরের দিকে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে সাবেক ফরাসি মহাতারকার শিষ্যরা। সাবেক ক্লাবের প্রতি তাই ভরসা রাখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তিনি বলেন, যদি ফাইনালে লিভারপুল রিয়ালকে হারায় তাহলে সেটা ঐতিহাসিক ঘটনা হবে। সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৯:২২/ ২৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2INNLli
May 26, 2018 at 03:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top