তুতিকোরিন, ২২ মেঃ তামিলনাড়ুর তুতিকোরিনে তামা কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের উপর গুলি চালানোর ঘটনায় নিহত হলেন নয় জন, আহত একাধিক। মঙ্গলবার সকাল থেকেই তুতিকোরিনের স্টারলাইট কপার স্মেলটিং প্লান্ট বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ২০ হাজার মানুষ। অভিযোগ সেই সময় বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলি চালায় পুলিশ।
#WATCH: Clash between Police & locals during the protest held in Tuticorin demanding ban on Sterlite Industries, in wake of the pollution created by them in #TamilNadu. pic.twitter.com/s5j2dH9J8o
— ANI (@ANI) May 22, 2018
রাজ্য সরকার এক বিবৃতিতে জানায় হতাহতের সঠিক হিসেব পাওয়া যায়নি। তবে রাজ্য মন্ত্রিসভার সদস্য ডি জয়কুমার সরকারি ক্ষতিপূরণের ঘোষণা করার সময় ঘটনায় হতাহতের কথা স্বীকার করেছেন। তিনি জানান, বিক্ষোভকারীদের প্রতিবাদ ক্রমে হিংস্র রূপ ধারণ করায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x4hMMt
May 22, 2018 at 07:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন