মুম্বই, ২২ মেঃ পরপর দুটো কোয়ার্টারে ক্ষতির মুখে পড়ল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ২০১৮-র জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিক হিসেবে দেখা গিয়েছে ক্ষতি হয়েছে অন্তত ৭,৭১৮ কোটি টাকার। মনে করা হচ্ছে, ব্যাংকের নতুন নিয়মে অনাদায়ী ঋণের জন্য গচ্ছিত টাকার পরিমাণ অনেক বেশি হয়ে যাওয়ায় এই লোকসান।
অনুমান ছিল, ১২৮৫ কোটি টাকার ক্ষতি হতে পারে। গত ডিসেম্বরের ত্রৈমাসিক হিসেবে এসবিআই ২৪১৬ কোটি টাকা ক্ষতির হিসেব দিয়েছিল। যেটা ছিল ১৭ বছরে সর্বনিম্ন।
মার্চ কোয়ার্টারে স্টেট ব্যাংকের প্রভিশন বেড়ে হয়েছে ২৮ হাজার ৯৬ কোটি টাকা। যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এই বৃদ্ধির মূল কারণ ঋণ খেলাপ, বানিজ্যিক ক্ষতি। এছাড়া বন্ড ইল্ডের সংখ্যা বা়ড়ায় মার্ক-টু-মার্কেটের ক্ষতির জন্যও প্রভিশন বেড়েছে।
ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, ‘আমাদের ব্যাংক সচেতনভাবে মার্ক-টু-মার্কেটের ক্ষতি চার কোয়ার্টারে ভেঙে নেওয়ার সুবিধা না গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ড ইল্ড বাড়ছে দেখে ক্ষতিটা একবারেই গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এছাড়া অন্যান্য কারণের মধ্যে রয়েছে ওয়েজ রিভিশন ও গ্র্যাচুইটি সিলিং বাড়ানো।
এসবিআই কর্তৃপক্ষ আগেই এই ত্রৈমাসিকের ফল খারাপ হবে বলে আভাস দিয়েছিল। স্টেট ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিন মাসে অনাদায়ী ঋণের শতকরা পরিমাণ মোট ঋণের তুলনায় ১০.৩৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০.৯১ শতাংশে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2x2zIqE
May 22, 2018 at 07:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন