চেন্নাই, ২১ মে- চলতি আইপিএলের প্রথম পর্বের শেষদিনে প্লেঅফের টিকিট পাওয়ার মিশনে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু দুই দলই নিজেদের ম্যাচে হেরে যাওয়াতে প্লেঅফের টিকিট চলে যায় রাজস্থান রয়্যালসের ঝুলিতে। এরই মাঝে আপত্তিকর এক ঘটনার সৃষ্টি করেছিলেন পাঞ্জাবের কর্ণধার প্রীতি জিনতা। শেষদিনে পাঞ্জাবের আগে মাঠে নেমেছিল মুম্বাই। দিল্লির বিপক্ষে আইপিএল ইতিহাসের সেরা দলটি ১১ রানে হেরে গেলে নিশ্চিত হয় তাদের বাদ পড়ে যাওয়া। দিল্লির মাঠে মুম্বাই যখন বাদ পড়ে যায়, চেন্নাইয়ের মাঠে পাঞ্জাব তখন নিজেদের প্লেঅফ টিকিট পাওয়ার লড়াইয়ে মাঠে নেমেছে। এদিকে মুম্বাইয়ের পরাজয়ের খবর পেয়ে চেন্নাইয়ের গ্যালারিতে থাকা পাঞ্জাবের মালিক প্রীতি খুশি হয়ে বলে ওঠেন, মুম্বাই হেরে যাওয়াতে আমি অনেক খুশি হয়েছি। তার এমন মন্তব্যে সমালোচনার ঢেউ বয়ে যায় ভারতীয় ক্রিকেটাঙ্গনে। ক্রিকেটীয় স্পিরিটের তোয়াক্কা না করে প্রীতির এমন উদযাপনসহ আপত্তিকর কোনোভাবেই গ্রহণযোগ্য বলে সমালোচনা করেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়ে অবশেষে মুখ খোলেন প্রীতি। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান কেন তিনি খুশি হয়েছিলেন মুম্বাইয়ের পরাজয়ে। টুইট করে তিনি লিখেন, শান্ত হন! মুম্বাই বাদ পড়লেই কেবলমাত্র পাঞ্জাব প্লেঅফে খেলতে পারতো। কিন্তু পরে পাঞ্জাবও হেরে যাওয়াতে রাজস্থান চলে গেছে প্লেঅফে। আপনি শেষপর্যন্ত বিবেচনা করলে দেখবেন শুধু নিজের জয় দিয়েই সব হয় না, কখনো কখনো অন্যদের পরাজয়েরও অপেক্ষা করতে হয়। এসময় চলতি মৌসুমে পাঞ্জাবের হতাশাজনক পারফরম্যান্সের কারণে সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন প্রীতি। ভিন্ন আরেকটি টুইটে তিনি লিখেন, কেউ কি ভেবেছিল শুরুতে ৬ ম্যাচের ৫টিতেই জেতা পাঞ্জাব শেষে এসে এমনভাবে বাদ পড়ে যাবে! আমি আমার দলের সকল ভক্ত-সমর্থকদের প্রতি দুঃখপ্রকাশ করছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারিনি। সূত্র: জাগোনিউজ২৪ এমএ/ ১১:৪৪/ ২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kcaEnQ
May 22, 2018 at 05:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top