কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তেন রিগার্দ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো আলি আব্বাসির বর্ডার। ইরানি বংশোদ্ভূত ডেনিশ পরিচালক আলি আব্বাসির প্রথম ছবি শেলি। ২০১৬ সালে ছবিটি বার্লিন উৎসবে সবার মুখে মুখে ছিল। এবার বর্ডার দিয়ে কানে আঁ সার্তেন রিগার্দের বিচারকদের মন কেড়ে নিলেন এই নির্মাতা। ১ ঘণ্টা ৪৮ মিনিট ব্যাপ্তির এই ছবিতে অভিনয় করেছেন ইভা মেলান্ডা। ছবির গল্প সুইডিশ কাস্টমস অফিসার টিনাকে ঘিরে। চিত্রনাট্য তৈরি হয়েছে সুইডিশ কথাশিল্পী জন আইবাদে লিনকিচের উপন্যাস অবলম্বনে। আঁ সার্তেন রিগার্দে এবার জমা পড়েছিল ২০০০ ছবি। এর মধ্যে নির্বাচিত হয় ১৮টি চলচ্চিত্র। মোট ৬জন পরিচালকের প্রথম ছবি ছিল তালিকায়। এবারের আসরে আঁ সার্তেন রিগার্দে বিচারকদের সভাপতি ছিলেন পুয়ের্তোরিকান-আমেরিকান অভিনেতা বেনিসিও দেল তোরো। তিনিই ঘোষণা করেন সেরা ছবির নাম। আগামী ২৩ থেকে ২৯শ মে প্যারিসের রপ্লে মেডিসিসে এবারের আঁ সার্তেন রিগার্দ বিভাগে নির্বাচিত ১৮টি ছবির প্রদর্শনী হবে। উৎসবের ব্যাজধারীদের এজন্য টিকিট কাটতে হবে না। আরও পড়ুন: একই ছবিতে রেসলিংয়ের দুই তারকা এক নজরে আঁ সার্তেন রিগার্দের বিজয়ী তালিকা সেরা চলচ্চিত্র: বর্ডার (আলি আব্বাসি), সেরা চিত্রনাট্য: সোফিয়া (মরিয়ম বেনেমবারেক), সেরা অভিনয়: ভিক্টর পলস্টার (গার্ল), সেরা পরিচালক: সের্গেই লজনিৎসা (ডনবাস)। জুরি স্পেশাল প্রাইজ: দ্য ডেড অ্যান্ড দ্য আদারস (জোয়াও সালাভিজা ও রেনে নাদের মেসোরা)। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ১৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IuvygK
May 20, 2018 at 02:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন