রায়গঞ্জ, ১৯ মেঃ উত্তর দিনাজপুরে দুটি অস্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটল। মৃতদের নাম উরমা পূজার (১৩) ও জনতা বর্মন (৪০)। মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ভাটোলের দশমাইল গ্ৰামের বাসিন্দা উরমা পূজার। বাবা-মায়ের মৃত্যুর পর থেকে গ্রামের দু-তিনটি বাড়িতে পরিচারিকার কাজ করে পেট চালাত উরমা। শুক্রবার রাতে ওই গ্রামের বাসিন্দা জানোকী পূজারের বাড়িতে কাজ করার পর বাথরুমে যাওয়ার নাম করে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। সঙ্গে সঙ্গে উরমাকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। শনিবার সকালে সেখানে মৃত্যু হয় তাঁর। তবে কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিল তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
অন্যদিকে, ইটাহার থানার দক্ষিণাল গ্রামের বাসিন্দা জনতা বর্মন গতকাল রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় জনতাদেবীকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি করা হয়। এদিন সকালে সেখানে মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GxZ1Ad
May 19, 2018 at 08:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন