নয়াদিল্লি, ৩ মেঃ কাবেরি নদীর জল না ছাড়লে কড়া ব্যবস্থার মুখে পড়তে হতে পারে কর্ণাটককে। বৃহস্পতিবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে চলতি মাসেই তামিলনাড়ুর জন্য কর্নাটককে ছাড়তে হবে প্রায় ১০০ কোটি কিউবিক ফুট। শীর্ষ আদালতের এই রায়ে তামিলনাড়ুতে যুদ্ধজয়ের আনন্দ।
এই মামলাটিতে সুপ্রিম কোর্টের কাছ থেকে ১০ দিন সময় চায় কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে বলা হয়, কর্নাটকের ভোট নিয়ে প্রধানমন্ত্রী ও রাজ্যের অন্য মন্ত্রীরা ব্যস্ত রয়েছেন। তাই বাড়তি সময় প্রয়োজন। এ কথায় উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। তিনি প্রশ্ন তোলেন, কাবেরির জল বন্টন মামলায় রাজ্যের কোনো ভূমিকা নেই। এতদিন কেন্দ্র কী করছিল?
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2jqMKVq
May 03, 2018 at 05:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন