সিডনি, ৩ মেঃ কে হবেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কোচ? ড্যারেন ল্যামেনের পদত্যাগের পর এই প্রশ্নটাই সবথেকে বেশি ভাবিয়ে তুলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়াকে(সিএ)। বৃহস্পতিবার সিএ-র তরফে জানিয়ে দেওয়া হল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতিকাণ্ডের পর স্টিভ স্মিথদের হেড স্যারের পদ থেকে সরে গিয়েছিলেন ড্যারেন লেমন। এদিন নতুন কোচ হিসেবে ল্যাঙ্গারের নাম ঘোষণার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য জাস্টিনই সঠিক ব্যক্তি। তাঁর ভূমিকা কী হবে, সে ব্যাপারে তাঁর আত্মবিশ্বাস প্রবল।’ অস্ট্রেলিয়ার কোচের দ্বায়িত্ব নিয়ে ল্যাঙ্গার জানান, ‘যে দেশ আমার গোটা ক্রিকেট কেরিয়ারের সাক্ষী ছিল, সেই দেশের ক্রিকেট দলের কোচিং করানোর সুযোগ পেয়ে আমি খুব উত্তেজিত।’ বাঁহাতি ব্যাটসম্যান ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১০৫টি টেস্ট। ৭ হাজার ৬৯৬ রানের মালিক তিনি। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ল্যাঙ্গার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JNcM02
May 03, 2018 at 05:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন