আধারে গোপনীয়তা লঙ্ঘনের ভয় নেই, জানালেন বিল গেটস

ওয়াশিংটন, ৩ মেঃ আধার প্রযুক্তিতে গোপনীয়তা লঙ্ঘনের ভয় নেই। এমনটাই বললেন বিল গেটস। তিনি জানিয়েছেন, আধার কোনোভাবেই গোপনীয়তা লঙ্ঘন করে না, তা শুধুমাত্র বায়োমেট্রিকের মাধ্যমে পরিচিতি খতিয়ে দেখার একটি স্কিম। আধার অন্য দেশেও চালু করার উপযোগী কিনা, প্রশ্ন করা হলে গেটসের ইতিবাচক প্রতিক্রিয়া, মৌলিক পরিচয়পত্রে আধার বিরাট উপকার করবে। এপর্যন্ত সারা দুনিয়ায় আধারই পরিচিতি প্রমাণের সবচেয়ে বড়ো বায়োমেট্রিক সিস্টেম। অসংখ্য ভারতবাসীকে এতে নাম তুলতে হয়েছে। এক প্রশ্নের উত্তরে গেটস বলেন, আধার প্রকল্পটি অন্য দেশগুলিতেও চালু হওয়া উচিত কারণ প্রশাসনের গুণমান অনেকটাই নির্ভর করে কত দ্রুত তারা অর্থনীতির উন্নতি ঘটিয়ে জনগণের ক্ষমতায়ন করতে পারবে, তার ওপর। জানা গিয়েছে, ভারতের আশপাশের নানা দেশ এ ব্যাপারে নয়াদিল্লির সহায়তা চেয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IdxOYw

May 03, 2018 at 05:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top