গুলিবর্ষণ বন্ধ রাখুন, বিএসএফকে কাতর আর্জি পাক সেনার!

শ্রীনগর, ২০ মেঃ ভারতীয় সেনার যোগ্য জবাবে ভেঙে পড়ল পাকিস্তানি সেনা। শেষ পর্যন্ত বিএসএফকে সংঘর্ষ বন্ধ করার কাতর আর্জি জানাল পাকিস্তান। বিএসএফের প্রকাশ করা ১৯ সেকেন্ডের একটি থার্মাল-ইমেজের ফুটেজে দেখা যাচ্ছে, নির্বিচারে পাক বাহিনীর গুলিচালনা, জবাবে বিএসএফের পালটা হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে সীমান্ত সংলগ্ন পাক সেনা ছাউনি। সীমান্তে বিএসএফের গোলাবর্ষণে এক পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর। বিএসএফ জানিয়েছে, পাকিস্তান সেনা জম্মু বিএসএফ-এর কাছে আবেদন জানিয়েছে, গোলাগুলি বন্ধ করার জন্য।

বিএসএফ-এর এক আধিকারিক বলেন, ‘গত তিনদিন ধরে বিএসএফ লাগাতার আক্রমণ চালিয়ে গিয়েছে পাক সেনার ওপর। শনিবারের আক্রমণের মাত্র তীব্রতর ছিল। তাতে ব্যাপক ক্ষতি হয়েছে পাক সেনার।’

গত কয়েকদিনের জম্মুতে আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলিতে দু’জন ভারতীয় জওয়ানও শহিদ হয়েছেন। গুলিবর্ষণে নিহত হয়েছেন বেশ কিছু সাধারণ নাগরিক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wVej2L

May 20, 2018 at 08:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top