জোটে ফল অন্যরকম হত, কংগ্রেসকে খোঁচা মমতার

কলকাতা, ১৫ মেঃ বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠাতা পেল বিজেপি। বিজেপিকে টুইটারের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেচ্ছাবার্তার পাশাপাশি তিনি বলেন, কংগ্রেস জেডি(এস)-এর সঙ্গে জোট বাঁধলে, হয়ত কর্ণাটকে নির্বাচনের ফল অন্যরকম হত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পরিষ্কার জেডিএস কংগ্রেসের ভোট কাটাকাটির ফলেই বিজেপি বিপুল জয় পেন কর্ণাটকে। এই পরাজয় কংগ্রেসকে বুঝিয়ে দিল, একা বিজেপিকে হারানোর মত অবস্থায় এখনও পৌঁছাতে পারেনি বিজেপি। উল্লেখ্য, কংগ্রেসকে কর্ণাটক বিধানসভা ভোটে জেডিএসের সঙ্গে জোট করে লড়ার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাহুল গান্ধি সেই পরামর্শ কানে তোলেননি।

মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কংগ্রেস গুরত্বপূর্ণ ভূমিকা নিক, আঞ্চলিক দলগুলিকে সম্মান দিক। তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পথ প্রশস্ত হবে। বিজেপিকে সরাতে কংগ্রেসের কাছে আঞ্চলিক দলগুলির সঙ্গে হাত মেলানো ছাড়া আর কোনও উপায় নেই। ২০১৯-এর আগে লড়াইয়ে ফিরতে হলে সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে। একলা চললে এইভাবেই মুখ থুবড়ে পড়বে কংগ্রেস।

শনিবার কর্ণাটকে ভোটগ্রহণ হয়। আজ ছিল গণনা। গণনা শুরু কিছুক্ষণের মধ্যেই শাসক কংগ্রেসকে পিছনে ফেলে এগোতে থাকে বিজেপি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L3bmQn

May 15, 2018 at 01:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top