ভোট পরবর্তী হিংসা, রায়গঞ্জে মৃত এক

রায়গঞ্জ, ১৫ মেঃ ফের খুন রায়গঞ্জে। সোমবার ভোট চলাকালীন ছাপ্পা ভোটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি, তার ফলও মিলল আজ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরোন তিনি। তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম গৌরাঙ্গ সরকার(৬৫)। বিদ্যুৎ দপ্তরের প্রাক্তন কর্মী তিনি। জানা গিয়েছে, গতকাল ভোট দিতে গিয়ে বিদ্যুৎ বাবুর সঙ্গে বচসা বাঁধে কিছু তৃণমূল সমর্থকদের। শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করেছিলেন তিনি।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘন্টাদুয়েক অববোধ করেন হয়ে ১০ এ রাজ্য সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিং। তার আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। এলাকায় তীব্র উত্তেজনা। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, একটি খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

তথ্য ও ছবিঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rHIhkQ

May 15, 2018 at 01:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top