এর আগেও পর্দায় শাকিব-শ্রাবন্তীর কেমিস্ট্রি দেখেছেন দর্শক। কিন্তু ভাইজান এলো রে ছবির রসায়ন হার মানিয়েছে শিকারির প্রেমকে। সদ্য মুক্তি পেয়েছে শাকিব-শ্রাবন্তী জুটির আপকামিং ছবির গান তোর নাম-এর টিজার। দোলন মৈনাকের কথা ও সুরে গানটি গেয়েছেন রাজ বর্মণ। শাকিব খানের ফ্যানদের মধ্যে ইতিমধ্যে সারা ফেলেছে এই ছবির ট্রেইলার। চিত্রনাট্য অনুযায়ী এই গল্পের নায়িকা দুজন শ্রাবন্তী ও পায়েল। ডাবল রোলে রয়েছেন শাকিব। ব্যস এটুকু! এর বেশি কিছু বলা যাবে না। আরও পড়ুন: বিয়ের পর প্রথম রমজান, কী করলেন দীপিকা পরিচালকের এই নির্দেশ গুণাক্ষরে পালন করছেন ভাইজান এলো রে কাস্ট। তবে কমেডির নানান টুইস্ট অ্যান্ড টার্ন তৈরি হবে তা বেশ পরিষ্কার। ঈদে মুক্তি পেতে চলেছে ছবিটি। পশ্চিমবঙ্গের কিছু এক্সটিক লোকেশন এবং লন্ডনে শুটিং হয়েছে ছবিটির। এর প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ। গত মাসে চালবাজ দিয়ে বক্স অফিসে ধামাল মাতিয়েছিল শাকিব-জয়দ্বীপ জুটি। এদিকে শিকারি ছবিতে শ্রাবন্তীর সঙ্গে শাকিবের কেমিস্ট্রি তো আগেই মনে ধরেছে সিনেমাপ্রেমীদের। এখন দেখার পালা বাংলার ভাইজানের কপালে শিকে ছিঁড়ে কিনা। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2x5ZIkQ
May 24, 2018 at 09:51PM
24 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top