বেশ কয়েক দিন ধরেই শোবিজ পাড়ায় গুঞ্জন ছিল সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন বিয়ে করতে যাচ্ছেন। গত ২০ মে হাতে আংটিসহ একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তানিয়া। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। গত ২২ মে তানিয়ার সঙ্গে বাগদানের বিষয়টি আরটিভি অনলাইনের কাছে নিশ্চিত করেন বাপ্পা মজুমদার। এদিকে ২৪ মে নিজের ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে স্ত্রী চাঁদনীর সঙ্গে ডিভোর্স এবং তানিয়ার সঙ্গে বিয়ের বিষয়ে বিস্তারিত জানান বাপ্পা মজুমদার। স্ট্যাটাসে তিনি বলেন, মানুষের জীবনে এমন অনেক কিছু হয় যা হওয়ার কথা থাকে না। ব্যক্তিগত বিষয়গুলো জীবনের অংশ মনে করে জীবনের সাথেই রেখে দেয়া ভালো। আমাকে আমার সকল ভক্তরা আমার কাজ দিয়ে চেনেন, আমি আমার কাজ নিয়েই থাকতে চাই, বাঁচতে চাই সবার মাঝে। কি হবে ব্যক্তিজীবনের গল্প জনে জনে বলে? অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনোই আগ্রহী না যেমন, ঠিক তেমন আমার ব্যক্তিগত জীবনও কারো সাথে খুব একটা শেয়ার করা আমার বৈশিষ্ট্য না। তবে সময়ের কারণে আজ আপনাদের জানাতে হচ্ছে। জীবন তার নিজের গতিতে চলে। সময় কারো নিজের ইচ্ছায় চলে না। সময় খুব খেয়ালি। জীবন সময় কখন কাকে কোথায় নিয়ে ফেলে বোঝা মুশকিল। অনেক বছর একসাথে থেকে, থাকার চেষ্টা করে অবশেষে হার মানতে হয়েছে আমার আর চাঁদনীর। আমরা পারিনি আমাদের সংসার নিয়ে বাকি জীবন কাটাতে। কোনো অভিযোগ কিংবা অসম্মান আমার চাঁদনীর প্রতি নেই। এমনকি চাঁদনীরও আমার প্রতি কোনো অসম্মানবোধ আছে বলে মনে করি না। যা হয়েছে তা ভাগ্যের লিখন মনে করি। চাঁদনীর সঙ্গে ডিভোর্স বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, ২০১৭ সালের ৯ অক্টোবর আমাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া শুরু হয়। আর শেষ হয় ৯ জানুয়ারি ২০১৮ সালে। আমরা আলাদা ছিলাম এক বছরের একটু বেশি সময় ধরে। তানিয়া হোসাইন প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, তানিয়া আমার বন্ধু, দারুণ একজন বন্ধু। এর সূত্র ধরেই অতি সম্প্রতি আমি আমার ভাবনা তানিয়াকে জানাই, তানিয়াও তার ভাবনা আমাকে জানায়। আমরা আমাদের পরিবারের সান্নিধ্য ছাড়া জীবনে চলতে চাই না। তাই দুই পরিবারের সিদ্ধান্তে একান্তই পারিবারিকভাবে আমাদের বাগদান হয়। আগেই বলেছি ব্যক্তিগত বিষয়গুলো আমি বরাবরই নিজের ভেতর রাখতে চাই। ভক্তদের উদ্দেশ্য করে বাপ্পা মজুমদার বলেন, আমার জীবনের সমস্ত ভালো-মন্দ অধ্যায়ে আপনারা সাথে ছিলেন। বাকি জীবনেও থাকবেন সেই কামনা করি। ভালো থাকবেন। সূত্র: আরটিভি এমএ/ ০৩:৩৩/ ২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J2WXpu
May 24, 2018 at 09:58PM
24 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top