এবছরের জন্য বন্ধ সাহিত্যে নোবেল

কোপেনহেগেন, ৪ মেঃ ‌যৌন কেলেঙ্কারি এবং আর্থিক দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এবছরের জন্য বাতিল হয়ে গেল সাহিত্য নোবেল পুরস্কার। শুক্রবার সুইডিশ অ্যাকাডেমির এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাকাডেমির নির্ভরযোগ্যতা বর্তমানে হ্রাস পেয়েছে। তাই অ্যাকাডেমির প্রতি জনগণের বিশ্বাস পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাত দশকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।‌

সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌বিজয়ীদের নির্বাচন করার কাজ উন্নত পর্যায়ে রয়েছে এবং তা পরবর্তী মাসগুলিতেও একইভাবে চলবে। কিন্তু এখন মানুষের আস্থা অর্জনের জন্য অ্যাকাডেমির কিছু সময় চাই। যাতে পরবর্তী সাহিত্যে নোবেল পুরস্কারের বিজয়ী ঘোষণার আগে বোর্ড বেশ কিছু সক্রিয় সদস্য নিয়োগ করতে পারে এবং তাঁরা যাতে সুন্দরভাবে গোটা দায়িত্ব সামলাতে পারেন।’‌

অ্যাকাডেমির তরফে বলা হয়েছে ২০১৯ সালে সাহিত্যে ২টি নোবেল পুরস্কার দেওয়া হবে।

অ্যাকাডেমির সক্রিয় সদস্য এবং লেখক ক্যাটারিনা ফ্রস্টটনসনের স্বামী জিন-ক্লদ আর্নল্টের বিরুদ্ধে ওঠে যৌন কেলেঙ্কারির অভিযোগ। গত নভেম্বরে হ্যাশট্যাগ মি টু আন্দোলনে ১৮ জন মহিলা অ্যারানাল্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, এই ইশ্যুতে বোর্ডের ৬ জন সদস্য পদত্যাগ করেছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wdq2JD

May 04, 2018 at 04:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top