ওয়াশিংটন, ০৪ মে- যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা বিল কসবি ও অস্কারজয়ী পোলিশ চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কিকে বহিষ্কার করেছে ইউএস অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। গত মাসে যৌন হয়রারি একটি অভিযোগে দোষী সাব্যস্ত হন টিভি অভিনেতা কসবি। আর ১৯৭৭ সালে সামান্থা গাইমার নামে ১৩ বছর বয়সী এক মার্কিন কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন অস্কারজয়ী পরিচালক পোলানস্কি। এরআগে প্রোডিউসার হার্ভে উইয়েনস্টেইনের বিরুদ্ধে কয়েক দফা যৌন হয়রানির অভিযোগ ওঠে। এরপর #MeToo আন্দোলন শুরুর পর ক্ষমতার অপব্যবহার করে যৌন হয়রানির নানা অভিযোগ আসতে থাকে আরও অনেকের বিরুদ্ধে। অ্যকাডেমির সিন্ধান্তের বিষয়ে এখনও মুখ খোলেননি কসবি ও পোলানস্কি। অবশ্য কসবির স্ত্রী ক্যামিলে এটিকে সত্যিকার অর্থে বিচার মানতে পারছেন না। বোর্ড সদস্যদের ভোটের দুই দিন পর বৃহস্পতিবার অস্কার অ্যাকাডেমি তাদের সিন্ধান্তের কথা ঘোষণা করে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠনের আচরণবিধি অনুযায়ী, অভিনেতা বিল কসবি ও পরিচালক রোমান পোলানস্কিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অস্কার অ্যাকাডেমির ৯১ বছরের ইতিহাসে এ নিয়ে চারজন বহিষ্কার হলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন, পোলানস্কির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন অ্যাকাডেমিরে এত সময় লাগল? পোলানস্কির ফরাসী ও পলিশ দুই রকম নাগরিকত্ব রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী কিশোরী সামান্থা গাইমারের সঙ্গে যৌনমিলন করেছিলেন তিনি; যা আইনের চোখে ধর্ষণ। এমএ/ ০২:২২/ ০৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JSa1um
May 04, 2018 at 08:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top