ইসলামাবাদ, ১২ মেঃ ২০০৮ সালের ২৬ নভেম্বরের রাতে মুম্বই হামলার পিছনে হাত ছিল পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার। শনিবার পরোক্ষেভাবে একথা স্বীকার করলেন বহিস্কৃত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শরিফ জানান, ‘পাকিস্তানে সন্ত্রাসবাদী সংগঠনগুলির বাড়বাড়ন্ত রয়েছে। আমাদের কি ওই সন্ত্রাসবাদীদের সীমান্ত পেরিয়ে মুম্বইয়ে গিয়ে ১৫০ লোকের হত্যা করতে দেওয়া উচিত?’
শরিফ আরও বলেন, ‘এটা অনৈতিক। কেন আমরা মামলা শেষ করতে পারছি না? এটাই আমাদের প্রতিকূলতা।’ দুই বন্ধু দেশ রাশিয়া ও চিনের রাষ্ট্রপ্রধানরাও যে পাকিস্তান সম্পর্কে একই মত রাখেন, তাও মনে করিয়ে দেন শরিফ।
বহুদিন ধরেই এই হামলার মূলচক্রী হাফিজ সইদের গ্রেফতারির দাবিতে সরব নয়াদিল্লি। ২০১৭ সালে সইদকে গৃহবন্দি করে পাক প্রশাসন। কিন্তু, লাহোর হাইকোর্টের নির্দেশে মুক্তি পান জামাত উদ-দাওয়া প্রধান সইদ।
রাওয়ালপিণ্ডি আদালতে মুম্বই হামলার মামলার শুনানি বহুদিন ধরেই স্থগিত। সেই প্রসঙ্গেই প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তবে শরিফের মন্তব্যে পাক রাজনৈতিক মহল থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KTwFE2
May 12, 2018 at 07:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন