কলকাতা, ১২ মেঃ গত ৩০ এপ্রিল রাতে মেট্রোয় আলিঙ্গন করার ‘অপরাধে’ এক দল লোক চড়াও হয় এক যুগলের ওপর। শনিবার, শ্যামবাজারের কাছে চলন্ত বাসে প্রকাশ্যে হস্তমৈথুন করার পরেও প্রতিবাদ করতে দেখা গেল না কাউকে। বাসে থাকা দুই ছাত্রীর অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করলেও তাদের সমর্থনে এগিয়ে আসেননি কেউ। পরে তাদেরই একজন ঘটনার ভিডিও তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, হেদুয়া থেকে টিউশন পড়ে বেলা ১২টা নাগাদ বান্ধবীর সঙ্গে দমদমের বাড়িতে ফিরছিলেন উত্তর কলকাতার একটি কলেজে পড়া বিএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। ৩০বি/১ রুটের ওই বাসে চেপেছিলেন তাঁরা। বাসের নম্বর 30B/1, WB25C 6638। হঠাৎ এক ছাত্রীর নজরে আসে, পেছনের আসনে বসে থাকা এক প্রৌঢ় সহযাত্রী অদ্ভুত ভঙ্গিতে তাঁদের দিকে তাকিয়ে হস্তমৈথুন করছে।
বাসের কন্ডাক্টরকে ওই ছাত্রী বিষয়টি চিত্কার করে জানান। কিন্তু, কন্ডাক্টরের জবাব, ‘কী করব বলুন! কার মনে কী আছে, কী করে বুঝব!’ ওই যাত্রীকে আটকানোর কথা বলা হলেও কেউ ওই প্রৌঢ়কে আটকানোর চেষ্টা করেনি বলে দাবি ছাত্রীর। শ্যামবাজার মোড়ের আগেই বাসটি একটু ধীরগতি হতেই সেখানে নেমে যায় ওই ব্যক্তি।’
ওই ছাত্রীর আরও অভিযোগ, এমনটা ঘটনা প্রথম নয়। দিন ১৫ আগেও একই ঘটনা ঘটিয়েছেন ওই ব্যক্তি। সে বার তিনি ভয় পেলেও এবার সাহস জুগিয়ে পদক্ষেপ নিয়েছেন। ছাত্রীটির অভিযোগ, সে বার যৌনাঙ্গ বের করে প্রকাশ্যেই বাসের ভেতর হস্তমৈথুন করছিল সেই ব্যক্তি।
ওই ছাত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। সেই পোস্টটি এক জন নেটিজেন কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করেন। কলকাতা পুলিশের তরফে অভিযোগকারীকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ওই ছাত্রী জানান, ‘আমি মেসেঞ্জারে ভিডিও এবং অভিযোগ জানিয়েছি। এখনও কেউ যোগাযোগ করেননি। আমি শ্যামপুকুর থানায় লিখিত ভাবে অভিযোগও করছি।’
এ দিন বিকেলে কলকাতা পুলিশের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আমাদের পেজে একটি ভিডিও পোস্ট করে এক ভদ্রমহিলা জানিয়েছেন বাসে এক পুরুষের চূড়ান্ত অশালীন অঙ্গভঙ্গির কথা। সেই পোস্টটির উল্লেখ করে এর প্রতিকার চেয়ে অনেকে আমাদের মেসেজ করছেন। লিখিত অভিযোগের কোনও প্রয়োজন নেই। তাঁর পোস্ট এবং ভিডিও দু’টিই যথেষ্ট। বিষয়টি নজরে আসতেই তার ভিত্তিতেই ফৌজদারি মামলা দায়ের করেছি আমরা। ওই পুরুষকে শিঘ্রই চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার প্রতিশ্রুতি রইল।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IDPX1Z
May 12, 2018 at 07:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন